বাগেরহাটে প্রধান দুই রাজনৈতিক দলের গোল টেবিল বৈঠক

বিশেষ প্রতিনিধি

আপডেট : ১০:০৪ পিএম, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮ | ৭৮২

বাগেরহাটে প্রধান দুই রাজনৈতিক দলের গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে বাগেরহাট শহরের ক্যাসেল আসারা হোটেলে এই গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।


দিনব্যাপি এ সভায় আওয়ামী লীগ ও জাতীয়তাবাদিল দল (বিএনপি)-র জেলা ও উপজেলা পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ গ্রহন করেন।


ডেমোক্রেসি ইন্টারন্যাশলালের খূলনা আঞ্চলিক সমন্বয়কারী আমেনা সুলতানা জয়ার পরিচালনায় এসময় বক্তব্য রাখেন জেলা আ‘লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব, সদর উপজেলা সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফফর আলম, জেলা মহিলা দলের যুগ্ন আহবায়ক ও ডেমেক্রেসি ইন্টারন্যাশনালের ফেলো শাহিদা আক্তার, পৌর কাউন্সিলর আসমা আজাদ, আবুল হাসেম শিপন, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, একমাত্র তরুনরাই পারে দেশের কাঙ্খিত উন্নয়ন সাধন করতে। তাই দেশের এক তৃতীয়াংশ তরুণ জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের জন্য প্রতিটি দলের মূল কমিটিতে তরুণ নেতৃত্ব বৃদ্ধি করা প্রয়োজন। তরুণ নেতাদের দিয়ে সময়োপযোগী আয়োজনের মাধ্যমে তরুণ ভোটারদের আকর্ষন করতে হবে। বিভিন্ন প্রশিক্ষন ও রাজনৈতিক পড়াশুনার মাধ্যমে তরুন নেতাদের সৃজনশীল হতে হবে। নিয়মিত কাউন্সিলের মাধ্যমে তরুন নেতৃত্ব বিকাশের সুযোগ দিতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত