মোল্লাহাটে করোনা প্রতিরোধে স্থানীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক সভা

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

আপডেট : ০৭:৩৪ পিএম, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১ | ৭৪৭

বাগেরহাটের মোল্লাহাটে কমিউনিটিতে ভাইরাস প্রতিরোধে স্থানীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ে ইউনিয়ন ভিত্তিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

কোভিড-১৯ মোকাবেলায় কমিউনিটি সম্পৃক্তকরণ ও কমিউনিটি ক্লিনিক কার্যক্রম জোরদারকরণ প্রকল্প’র আওতায় ব্র্যাক স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

চুনখোলা ইউনিয়নের সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সমন্বয়ে মঙ্গলবার সকালে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও স্বাস্থ্য পরিদর্শক দিলীপ কুমার বিশ্বাস। ব্র্যাকের এরিয়া ম্যানেজার মনি মোহন হালদার’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব মোল্লাহাটের সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুর করিম, যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন ও প্রচার সম্পাদক মোঃ মনিরুজ্জামান মোল্লাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত