রামপালে বিএনপি নেতার মৎস্য ঘের দখলের চেষ্টা

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৫:৫৭ পিএম, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১ | ১২২১

রামপালে বাগেরহাট জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মো. মোস্তফা কামালের মৎস্য ঘের দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় প্রতিপক্ষ থানায় অভিযোগ করে হয়রানির চেষ্টা করে আসছেন বলে ভুক্তভোগী অভিযোগ করেন। জানা গেছে, উপজেলার ৯৪ নং কামরাঙ্গা মৌজার সিএস ৫৫১ ও এসএ ৪৪০ নং দাগের ০.৪০ একর জমি তার আপন মেঝ ভাই আ. রাজ্জাকের কাছ থেকে হারি দিয়ে ঘের করে আসছেন। ওই জমিতে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা বলবত থাকার পরও ওই জমি স্থানীয় আ. হান্নান হারি দিয়েছেন বলে দাবী করে কয়েকদিন পূর্বে নেট দিয়ে ঘিরে রাখেন।

ভুক্তভোগী কামাল জানান, তার ওই মৎস্য ঘেরটি জনৈক হেমায়েতকে লিজ দিয়েছেন। হান্নানের পুত্র দুই রাত মাছ ধরে নিয়ে গেছে। তবে তিনি বলেন, হান্নানের রাখা ৮ কাঠা জমি আমার ঘেরে আছে এবং তার ঘেরেও আমার ১২ কাঠা জমি আছে। তিনি কোন প্রতিকার পাচ্ছেন না বলে দাবী করেন।

এ ব্যাপারে অভিযুক্ত আ. হান্নানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি রাজ্জাক সাহেব কে হারি দিয়ে ঘের নিয়েছি। কামাল সাহেবের জমি আমার ঘেরে থাকলেও তিনি আমাকে লিজ দেননি এবং ঘেরের মাছ ধরার কথা তিনি অস্বীকার করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত