মোড়েলগঞ্জে নৌকার দৌড়ে ১৩৭ প্রার্থী

এম.পলাশ শরীফ, মোড়েলগঞ্জ

আপডেট : ০৭:৩৯ পিএম, বুধবার, ১০ মার্চ ২০২১ | ১১৫৫

মোড়েলগঞ্জে নৌকার দৌড়ে ১৩৭ প্রার্থী

মোড়েলগঞ্জে প্রথম ধাপে আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশায় ১৬টি ইউনিয়নের ১৩৭ জন প্রার্থী এখন ঢাকার কেন্দ্রমুখি।


মনোনয়ন প্রত্যাশায় গত এক সপ্তাহ ধরে সংশ্লিষ্ট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানসহ একাধিক নতুন মুখ অবস্থান করছেন ঢাকায়। কে পাচ্ছেন নৌকা প্রতিক। কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায়।

উপজেলার ১৬টি ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চলের সাধারণ ভোটার তৃনমুল পর্যায়ে দলীয় কর্মী সমর্থকরা নাম প্রকাশে অনিচ্ছুক একাধিকরা জানান। আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতিক এমন ব্যক্তিকে দেওয়া হোক। বিগত দিনে দলের প্রতি ত্যাগ শ্রম, কর্মীদেরকে সংঘটিত করা এলাকার উন্নয়নে বর্তমান সরকারের গ্রামীন অবকাঠামোসহ উন্নয়নমুখি পদক্ষেপগুলো মাঠপর্যায়ে কতটুকু বাস্তবায়ন হয়েছে তাও পর্যালোচনা করে দেখা উচিত বলে মনে করছেন সাধারণ ভোটাররা।


এদিকে তৃনমুল পর্যায়ে দলীয় নেতাকর্মীরা মনে করছেন স্বাধীনতার স্বপক্ষের চেতনায় বিশ^াসী দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করবেন দল এমনটা প্রত্যাশা করেন সাধারণ কর্মীরা। পাশাপাশি তারা দুঃখ করে বলেন, দলের মধ্যে অনুপ্রবেশকারি জামায়াত বিএনপি সমর্থিত যারা ২০০১ সালে জোট সরকারের আমলে আওয়ামীলীগের কর্মীদেরকে নির্যাতন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে বাড়ি ঘর ছাড়া করেছে একই পরিবারে একাধিক দল সময়ের অবস্থানে খোলস পাল্টানো এমন ব্যক্তির হাতে যেনো নৌকা প্রতিক না আসে সেক্ষেত্রে দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা সহ মনোনয়ন বোর্ডের শীর্ষ পর্যায়ের নেতাদের প্রতি জোর দাবি জানান তারা।


দলীয় সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা ও জেলা পর্যায়ে আবেদন শেষে কেন্দ্রীয় কার্যালয়ে পুনরায় দলীয় প্রতিক চেয়ে আবেদন করছেন বর্তমান চেয়ারম্যানবৃন্দরা হলেন, তেলিগাতি ইউনিয়নের চেয়ারম্যান জেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা মোর্শেদা আক্তার, পঞ্চকরণ ইউনয়নের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার, পুটিখালী ইউনিয়নের চেয়ারম্যান শাহ চাঁন মিয়া শামীম, রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান জেলা শ্রমিক লীগ নেতা আব্দুল আলীম, চিংড়াখালী চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আলী আক্কাস বুলু, হোগলাপাশা ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. রেজাউল ইসলাম নান্না, বনগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিপন চন্দ্র দাস, বলইবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি মো.শাহজাহান আলী খান, হোগলাবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আকরামুজ্জামান, বহরবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন হোসেন তালুকদার, জিউধরা ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদশা, নিশানবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাচ্চু, বারইখালী ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শফিকুর রহমান লাল, সদর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচএম মাহমুদ আলী ও খাউলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আবুল খায়ের।



এছাড়াও প্রতিটি ইউনিয়নে দলীয় মনোনয়ন প্রত্যাশায় আবেদন করেছেন সাবেক চেয়ারম্যানসহ একাধিক নতুন মুখ। তাদের প্রত্যাশা নতুন নেতৃত্বের মাধ্যমে প্রত্যান্ত অঞ্চলের উন্নয়ন সাধারণ মানুষের মাঝে পৌছে দিতে পরিবর্তনের মাধ্যমে একমাত্র সম্ভব বলে তারা মনে করছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত