ফকিরহাটে উদ্ভাবনী কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৬:১৩ পিএম, সোমবার, ২২ মার্চ ২০২১ | ৪৮০

ফকিরহাট উপজেলা অডিটরিয়ামে সোমবার বেলা ১১টায় উপজেলার বিভিন্ন উদ্ভাবনী ও নান্দনিক উদ্যোগ সমূহের কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

ন্যাশানাল ডিফেন্স কলেজের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের শিক্ষা সফরের অংশ হিসেবে তারা এই অবহিতকরণ সভায় অংশগ্রহন করেন। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ন্যাশানাল ডিফেন্স কলেজের মেজর জেনারেল রাশেদ আমীন।

অনুষ্ঠানে প্রেজেন্টটেশন উপস্থাপন করেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান। এসময় ব্রিগেডিয়ার জেনারেল নওসাম (মালোয়েশিয়া), কমোডর জাহিদ ফারুক (পাকিস্তান), কর্নেল রামপ্রসাদ (নেপাল), কমোডর কুমার সিংহ (শ্রিলংকা), উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, প্রোগ্রাম অফিসার শাহিনা আক্তার সহ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত