১২ চেয়ারম্যান প্রার্থী, ০৩ সংরক্ষিত প্রার্থী ও ৩১ সাধারন সদস্য প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

কচুয়ায় ৪ চেয়ারম্যান, ৪ নারী সদস্য ও ১৩ সাধারন সদস্য বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হচ্ছেন

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৮:২৫ পিএম, বুধবার, ২৪ মার্চ ২০২১ | ২৮৬৯

কচুয়ায় ৪ চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হচ্ছেন।

কচুয়ায় ৪ চেয়ারম্যান, ৪ নারী সদস্য ও ১৩ সাধারন সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হচ্ছেন। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন বুধবার বিকালে রিটার্ণীং অফিসারের কার্যালয়ে ১২ চেয়ারম্যান প্রার্থী, ০৩ সংরক্ষিত প্রার্থী ও ৩১ জন সাধারন সদস্য প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

এদিকে মনোনয়ন পত্র প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্ধিতায় ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন, গজালিয়া ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান এস.এম নাছির উদ্দিন, গোপালপুর ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক বর্তমান চেয়ারম্যান এস.এম আবু বক্কর সিদ্দিক, রাড়ীপাড়া ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নাজমা আক্তার, বাধাল ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ।

তবে কচুয়া সদর,ধোপাখালী ও মঘিয়া ইউনিয়নে একাধিক প্রার্থী থাকায় নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করতে হবে সকল প্রার্থীর।

সংরক্ষিত আসনের সদস্য পদে রাড়ীপাড়া ইউনিয়নে অঞ্জনা চক্রর্বতী,জাহানারা বেগম, নাছিমা বেগম ও মঘিয়া ইউনিয়নে দিপা রানী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হচ্ছেন।

এছাড়া সাধারণ আসনের সদস্য পদে রাড়ীপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে মো. ইউসুফ হাওলাদার, ২নং ওয়ার্ডের মো. ইতরুপ শেখ, ৩নং ওয়ার্ডে প্রভাষ চন্দ্র সাহা, ৪নং ওয়ার্ডে শেখ আবু জাফর, ৫নং ওয়ার্ডে বোস বুদ্ধ দেব, ৬নং ওয়ার্ডে লুৎফার রহমান খান, ৭নং ওয়ার্ডে শেখ দেলোয়ার হোসেন, ৮নং ওয়ার্ডে আবুল বাসার, ৯নং ওয়ার্ডে বিকাশ চন্দ্র দত্ত, গজালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আ.কাইউম শিকদার,কচুয়া সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সঞ্জিব সাহা, বাধাল ইউনিয়নের ২নং ওয়ার্ডে সেলিম শিকদার, ৮নং ওয়ার্ডে নিলয় কুমার দাস বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হচ্ছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত