বেতাগায় এসডিজি বাস্তবায়নে উন্মুক্ত ওয়ার্ড সভা

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ১১:০৬ পিএম, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮ | ৬৪৭

ফকিরহাট উপজেলার বেতাগায় টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়ন এবং স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লে উন্মুক্ত ওয়ার্ড সভা মঙ্গলবার বিকাল ৫টায় ৩নং ওয়ার্ডের ধনপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উদ্ভোধন করেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও ইউপি চেয়ারম্যান স্বপন দাশ।

ইউপি সদস্য মোঃ আলমগীর শেখ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাহানাজ পারভীন, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ মোতাহার হোসেন ও সিআইজি ফোরামের সভাপতি অধ্য বটুগোপাল দাশ। উপদেষ্টা ছিলেন, সংরতি মহিলা সদস্য রাফেজা বেগম। সহকারী শিকিা নিলুফার ইয়াসমিন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ইউনিয়ন আ.লীগের সভাপতি দুলাল চন্দ্র দাশ, কৃষি সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মোঃ ইউনুস আলী শেখ, সিআইজি ফোরামের সাধারন সম্পাদক মোঃ নাজমুল হুদা, উপজেলা মাধ্যমিক শিক সমিতির সভাপতি নিখিল চন্দ্র দাশ, ইউপি সচিব এসএম দাউদ আলী, নারী নেত্রী মল্লিকা রানী দাশ, উপ-সহকারী কৃষি অফিসার প্রদীপ কুমার মন্ডল, সোলায়মান মন্ডল, দীপায়ন দাশ, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, নিমলেন্দু দেবনাথ ও মোঃ জামাল উদ্দিন ফকির।

এসময় চাহিদার কথা তুলে ধরেন রাহেলা বেগম, ফাতেমা বেগম, আয়শা আক্তার, আম্বিয়া বেগম, জহুর আলী, আব্দুর জব্বার শেখ, মুনতাজ আলী ও আহম্মদ আলী সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ। পরে ১৪জন ভাতা ভোগীর মাঝে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধি ভাতার কার্ড বিতরন করা হয়। এসময় কৃষক শ্রমিক পেশাজীবি শিক সাংবাদিক ডাক্তার জনপ্রতিনিধি ও সুশিল সমাজের বিভিন্ন ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত