মোরেলগঞ্জের যুবককে রামপাল নিয়ে নির্যাতন

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৭:৪১ পিএম, রোববার, ৪ এপ্রিল ২০২১ | ৫৭৫

মোরেলগঞ্জের এক যুবককে পার্শ্ববর্তী রামপাল তাপ বিদ্যুৎ এলাকায় নিয়ে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বহরবুনিয়া ইউনিয়নের ঘষিয়াখালী গ্রামের শহিদুল হাওলাদারের ছেলে বালু জাহাজ শ্রমিক তরিকুল ইসলাম(২৬) এ অভিযোগ করেন। গুরুতর জখমী অবস্থায় শনিবার সন্ধা ৭টার দিকে তাকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তরিকুল ইসলামের মাথায় কাটা জখমের কারনে ৬টি শেলাই লেগেছে বলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।


এ বিষয়ে তরিকুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিরোধকে কেন্দ্র করে একই এলাকার মামুন মোল্লাসহ ৪-৫ জনের একটি দল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনায় যাবার পথে কাটাখালী এলাকা থেকে জোরপূর্বক মটর সাইকেলে করে রামপালের দিকে নিয়ে যায়। সেখানে তাকে চোখ বেধে মারপিট করে রাস্তার পাশে ফেলে রাখে। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বজনদের কাছে পৌছে দেয়। পরে তাকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।


এ বিষয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, মোরেলগঞ্জ থানা এলাকার বাইরে কিছু ঘটে থাকলে সেটা সংশ্লিষ্ট থানা এলাকায় অভিযোগ দিলে তারা ব্যবস্থা নিবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত