বাগেরহাট কারাগার থেকে আত্মসমর্পনকৃত ২৮ বনদস্যুর জামিনে মুক্তি

মামুন আহম্মেদ

আপডেট : ০৬:২১ পিএম, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮ | ৭০৫

দস্যুরা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পন করা বনদস্যু ‘বড় ভাই, ভাই ভাই ও সুমন’ বাহিনীর ৩৮ সদস্যের মধ্যে ২৮ বনদস্যু বুধবার বিকালে বাগেরহাট কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আর একাধিক মামলা থাকায় এ তিন বনদস্যু বাহিনীর ১০ সদস্য মুক্তি পায়নি। এর আগে মঙ্গলবার বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতে বনদস্যু ‘বড় ভাই, ভাই ভাই ও সুমন’ বাহিনীর ৩৮ সদস্য জমিন আবেদন করলে আদালতের বিচারক মো. ফজলুল হক তাদের জামিন মঞ্জুর করেন।


আত্মসমর্পনের পর র‌্যাব-৮ পক্ষ থেকে দায়ের করা মামলা এ তিন বনদস্যু বাহিনীর সকল সদস্যের জামিন হলেও একাধিক মামলা থাকায় দস্যু বহিনীর সদস্য ফারুক, এমদাদ, অনিমেষ, আকরাম, জুয়েল, রেজাউল, আলামিন হাওলাদার, আলমগীর হাওলাদার, কুতুবউদ্দিন ও হাবিবুর রহমান কারাগার থেকে মুক্তি পায়নি।


প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারী মঙ্গলবার বরিশালের রুপাতলীতে র‌্যাব-৮ এর সদর দফতরে আনুষ্ঠানিক ভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে দেশি-বিদেশী ৩৮টি আগ্নেয়াস্ত্র ও ২হাজার ৯শ ৬৯ রাউন্ড গুলি জমা দিয়ে বনদস্যু ‘বড় ভাই, ভাই ভাই ও সুমন’ বাহিনীর ৩৮ সদস্য আত্মসমর্পন করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত