বাগেরহাটে তথ্য অধিকার আইন  প্রয়োগের অগ্রগতি পর্যালোচনা সভা

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৮:৪২ পিএম, মঙ্গলবার, ২২ জুন ২০২১ | ৬২০

বাগেরহাটে স্থানীয় পর্যায়ে তথ্য অধিকার আইন-২০০৯ এর প্রয়োগের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। বাঁধন মানব উন্নয়ন সংস্থা উদ্যোগে ও একশনএইড বাংলাদেশের সহযোগীতায় মঙ্গলবার (২২ জুন) সকালে শহরের অভিজাত একটি হোটেলের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিনের সভাপতিত্বে ও বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোছাব্বেরুল ইসলাম।


এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, বাগেরহাট সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদিপ কুমার বকশি, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আজগর আলী, শহর সমাজ সেবা কর্মকর্তা এসএম নাজমুছ সাকিব, একশনএইড এর ইন্সপাইরেটর ওবায়দুল্লাহ আল ইমন।

এছাড়াও অনুষ্ঠানে বাঁধনের এফোরআই প্রকল্পের সম্বনয়কারী খোন্দকার মুশফিকুল ইসলামসহ বাঁধনের ইয়ূথ গ্রুপের সদস্যসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত