সংক্রমণ হার ৩৪.৪২ শতাংশ 

বাগেরহাটে আরও ৪২ জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৩:৫৯ পিএম, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১ | ১০৩৮

প্রতিকী ছবি

বাগেরহাটে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণের হার কিছুটা কমেছে। বাগেরহাটে সপ্তাহব্যাপী লকডাউনের প্রথম দিনে বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ১২২টি নমুনা পরীক্ষায় ৪২ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়। জেলায় গত ২৪ ঘন্টায় সংক্রমণের হার ৩৪ দশমিক ৪২ শতাংশ। জেলা স্বাস্থ্য বিভাগ এতথ্য নিশ্চিত করেছে।


বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, বাগেরহাটে সংগ্রহ করা ১২২টি নমুনা পরীক্ষায় আরও ৪২ জনের করোনায় আক্রান্ত হয়েছে । জেলায় গত ২৪ ঘন্টায় সংক্রমণের হার ৩৪ দশমিক ৪২ শতাংশ। যা গত ২৪ ঘন্টার তুলনায় ১১ শতাংশ কম। যা গত ২৪ ঘন্টার তুলনায় ১১ শতাংশ কম।


এনিয়ে বাগেরহাট জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাাঁড়াল ২ হাজার ৭৯৪ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৩ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯১ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৬২৭ জন। স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ অনেকটাই কমে আসবে বলে মনে করেন এই স্বাস্থ্য কর্মকর্তা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত