ফকিরহাটে নতুন করে ২৫জন করোনা শনাক্ত

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৬:০০ পিএম, সোমবার, ২৮ জুন ২০২১ | ৬৯৭

প্রতিকী ছবি

ফকিরহাটে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে আরও ২৫জন। করোনা শনাক্তের হার বেড়েই চলেছে। তবুও মানুষ মানছে না স্বাস্থ্যবিধি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার বাগেরহাট টুয়েন্টিফোরকে জানান, সোমবার (২৮জুন) ৫০জনের নমূনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। নমূনা পরীক্ষায় ২৫জন শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫০শতাংশ।


এছাড়া রবিবার (২৭জুন) ৪১জনের নমূনা পরীক্ষায় ২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিকে, চলমান লকডাউনে বিধি নিষেধ ও স্বাস্থ্য বিধি না মানায় ৭টি মামলায় ৯হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানজিদা বেগম। অপরদিকে গত ২৭জুন বিকেলে স্বাস্থ্যবিধি না মানায় ৮টি মামলায় ৭হাজার ২শত টাকা জরিমানা করা হয় বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত