মোল্লাহাটে করোনা সংক্রমনের উর্ধ্বগতি , নতুন শনাক্ত-১৩

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ০৬:১৩ পিএম, সোমবার, ২৮ জুন ২০২১ | ১১৯০

ফাইল ফটো

মোল্লাহাটে প্রতিনিয়ত বাড়ছে করোনার প্রাদূর্ভাব বা সংক্রমিতের সংখ্যা। (আজ) সোমবার ১৯ জনের নমুনা টেস্টে ১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর পূর্বে রবিবার ১৮ জনের মাঝে ১১ জন, শনিবার ১৫ জনে ১০ জন এবং বৃহস্পতিবার ১০ জনের টেস্টে ৬ জনের করোনা শনাক্ত হয়। গত চারদিনে মোল্লাহাটে মোট ৬২ জনের করোনা টেস্টে ৪০ জন পজিটিভ শনাক্ত হয়।


এই নিয়ে মোল্লাহাটে করোনা সংক্রমনের ২য় ঢেউয়ে ৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে হাসপাতাল ও বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন ৫০ জন । সুস্থ্য হয়েছে ২১ জন এবং মৃত্য বরণ করেছেন ২ জন। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস বাগেরহাট টুয়েন্টিফোরকে এসব তথ্য নিশ্চিত করেছেন।


এদিকে মোল্লাহাটে সাত দিনের লকডাউন বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। বিধি নিষেধ যথাযথভাবে কার্যকর করতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মোঃ ওয়াহিদ হোসেন উপজেলা এলাকার প্রধান প্রধান জনসমাগম স্থানসহ সবখানে নিয়মিত অভিযান পরিচালনা করছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত