কচুয়ায় ‘কবীর কল্যাণ সংস্থা’র বৃত্তি প্রদান

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৮:৩৬ পিএম, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০১৮ | ১০৮৭

কচুয়ায় ‘কবীর কল্যাণ সংস্থা’র উদ্যোগে মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়। মঙ্গলবার সকাল ১০ টায় সংস্থাটির অস্থায়ী কার্যালয়ে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস নাজমা সরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া প্রেস কাবের সহ-সভাপতি (অবঃ) শিক্ষক সমীর বরণ পাইক, কচুয়া প্রেস কাবের নির্বাহী সদস্য রথীন্দ্র নাথ সাহা, সংস্থার সম্পাদক মোঃ শমসের আলী, সংস্থার নির্বাহী সদস্য কাজল কবীর, খুলনা মেট্রোপলিটন কলেজের প্রভাষক শাহানাজ সীমা, শিক্ষক মোঃ রেজাউল করিম, জাকির শেখ প্রমূখ।

সংস্থার পরিচালক মিসেস ফিরোজা কবীরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে এ বছর ৯ জন ছাত্র-ছাত্রীকে ৫০০০টাকা করে মোট ৪৫০০০ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রাপ্তরা হলো, ১) পিংকী আক্তার ২) মোঃ সাগর মীর সিএস পাইলক মাধ্যঃ বিদ্যাঃ ৩)আরিফা খানম ৪)স্বপ্না সাহা কচুয়া মাধ্যঃ বালিকা বিদ্যাঃ ৫) মাহবুবা শহীদ আসাদ স্মৃতি মাধ্যঃ বিদ্যাঃ ৬) সুমাইয়া ৭) পাইক সাইফুল ইসলাম নুরজাহানপুর দাখিল মাদ্রাসা ৮) সুমাইয়া আক্তার, মঘিয়া ছালেহিয়া আলিম মাদ্রাসা ৯) জোবেদা আক্তার সিএস পাইলট মাধ্যঃ বিদ্যাঃ। সংস্থাটির পরিচালক বলেন সামনে আমরা বৃত্তির পরিমান আরো বৃদ্ধি সহ অন্যান্য সামাজিক কর্মকান্ড গ্রহণ করব। সংস্থাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস.এম. ইলিয়াস কবীর ২০০৩ সাল থেকে এই বৃত্তি দিয়ে আসছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত