কচুয়ায় গৃহবধুর উপর হামলা: নিরাপত্তাহীনতায় বাদী

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৫:০৯ পিএম, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০১৮ | ২২৭৪

কচুয়া নারীর প্রতি সহিংসতার ঘটনায় মামলায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। উল্টো মামলার আসামীদের অব্যাহত হুমকিতে নিরাপত্তাহীনতায় রয়েছে দরিদ্র পরিবারটি। মামলার এজাহার ও ক্ষতিগ্রস্থের পরিবার সুত্রে জানাগেছে, উপজেলার ভাষা গ্রামে রনজু শেখের ছেলে রেজাউল শেখ দীর্ঘদিন যাবত একই এলাকার আলম শেখের স্ত্রী রানী বেগমকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে আসছিলো, এতে গৃহবধু রাজী না হওয়ায় গত ৩০ জানুয়ারী দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লম্পট রেজাউল শেখ গৃহবধুর বাড়ীতে ঢুকে লোহার রড দিয়ে রানী বেগমের মাথায় হত্যার উদ্দেশ্যে আঘাত করে তখন হাত দিয়ে ঠেকাতে গিয়ে তার হাত ভেঙ্গে যায়।

এসময়ে তার সহযোগীরা ও একে একে পিটাতে থাকে। পরে গৃহবধুকে অচেতন অবস্থা এলাকাবাসি উদ্ধার করে কচুয়া হাসপাতালে ভর্তি করে। পুলিশ কোন আসামীকে আটক করতে পারেনি।

এদিকে মামলার আসামীরা প্রভাবশালী ব্যাক্তিদের সহায়তায় মামলা তুলে নিতে একের পর এক হুমকি অব্যাহত রেখেছেন। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত