মোরেলগঞ্জে মাদক নিয়ন্ত্রণ আইনে ৩ জনের কারাদন্ড

মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ

আপডেট : ১১:৩২ পিএম, মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১ | ৪৮২

প্রতিকী ছবি

মোরেলগঞ্জে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ জনের কারাদন্ড দিয়েছেন মোবাইল কোর্ট। দন্ডপ্রাপ্তরা হচ্ছেন নব্বই রশি বাসষ্ট্যান্ড এলাকার থাই গ্লাস ব্যবসায়ী রেজাউল ইসলাম ঝিনুক(২৭), ভাইজোরা গ্রামের আকতার আলী শিকদার(২৪) ও ভ্যান শ্রমিক মতি মোল্লা ওরফে বাবুকে(২২) অর্থদন্ড ও কারাদন্ড দিয়েছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আলী হাসান। মঙ্গলবার রাত ৯টার দিকে মোরেলগঞ্জ সদর বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।



এদের মধ্যে বিনা লাইসেন্সে ৪৮ লিটার ডিনেচার্ড স্প্রীট রাখার অপরাধে রেজাউল ইসলাম ঝিনুককে ২ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে। এছাড়াও গাঁজা সেবন ও বহনের দায়ে ভ্যান শ্রমিক মতি মোল্লাকে ২০০ টাকা জরিমানাসহ ১০ দিনের কারাদন্ড ও ইয়াবা সেবনের দায়ে আকতার আলী শিকদারকে একই দন্ড দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।



এ বিষয়ে মোবাইলকোর্ট পরিচালনাকারি নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন, উল্লেখিত ৩ যুবককে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে অর্থদন্ড ও কারাদন্ড দেওয়া হয়েছে। উদ্ধার করা হয়েছে ৪৮ লিটার ডিনেচার্ড স্প্রীট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত