বাগেরহাটে আন্তর্জাতিক যুব দিবস পালিত

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৫:১৩ পিএম, বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১ | ৬৫৬

খাদ্য ব্যবস্থা রুপান্তর করা: মানুষ ও প্রকৃতির স্বাস্থ্য সুরক্ষায় যুব উদ্ভাবন” এই প্রতিপাদ্যে বাগেরহাটে আর্ন্তজাতিক যুব দিবস পালিত হয়েছে। একশনএইড বাংলাদেশ ও এক্টিভিস্তা বাগেরহাট এর সার্বিক সহযোগীতায় বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর ও বাঁধন মানব উন্নয়ন সংস্থার আয়োজনে অনলাইনে ভার্চুয়াল আলোচনা সাভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিমের সভাপতিত্বে ও বাগেরহাট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দার সঞ্চালনায় সায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোহাম্মদ মাসুদুল হাসান মালিক, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোহাম্মদ আজগার আলী, বাঁধনের নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন, সিনিয়র সাংবাদিক বাবুল সরদার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পরভীন, একশনএইড এর ইন্সপাইরেটর ওবায়েদুল্লাহ আল ইমন, বাঁধনের এফোরআই প্রকল্পের সম্বনয়কারী খোন্দকার মুশফিকুল ইসলাম, বাঁধনের ইয়ূথ গ্রুপের সদস্য শেখ আবু সাঈদ, মোঃ আলিমুজ্জামান, সামিয়া রুপা, মারজানা খাতুন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, করোনা কালিন সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন গুলো সাধারন মানুষের পাশে দাড়িয়েছে। ভবিষৎতে নিরাপদ খাদ্য নিশ্চিত করনে যুব উদ্ভাবনীর মাধ্যমে এই সংকট নিরাশনে যুবরা অগ্রনি ভূমিকা পালন করবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত