গুজবে কান দিবেন না, নির্বাচন হবে সুষ্ঠু -পুলিশ সুপার

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৯:১২ পিএম, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১ | ১৫৫৪

‘গুজবে কান দিবেন না, নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু। কেউ সহিংসতা ছড়ানোর চেষ্টা করবেন না। আসন্ন (২০ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে পুলিশ সজাগ দৃষ্টিতে রয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটালে ছাড় পাবেন না।’ বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক (পিপিএম) কথা গুলো বলেছেন।

চিতলমারীর ডুমুরিয়া পুলিশ ক্যাম্পের জন্য জায়গা পরিদর্শনকালে শ্রীরামপুর গ্রামের এক মতমিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এএইচএম কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চিতলমারী উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ মাহামুদ হাসান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. লিটন আলী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকরাম হোসেন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন শেখ, সমাজ সেবক রজত শুভ্র রায়, পল্লীচিকিৎসক হরেন্দ্র নাথ মন্ডল, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এস সাগর, সাধারণ সম্পাদক শেখর ভক্ত, জমির মালিক শেখ আবু জাফর ও বিশ্বজিত ভক্ত প্রমূখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত