মোবাইল কোর্টে অর্থদন্ড

মোল্লাহাটে চিংড়িতে অপদ্রব্য জেলি পুলিং অবস্থায় ৩ জন আটক

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ০৩:৪৪ পিএম, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১ | ৬৩৯

মোল্লাহাট থানা পুলিশের অভিযানে চিংড়ি মাছে অপদ্রব্য জেলি পুশিং অবস্থায় তিন জনকে আটক করেছে মোল্লাহাট থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে উপজেলার আন্দিগ্রাম সাকিনে অনদিরাহা এলাকায় পরিত্যাক্ত দোকান ঘরে অভিযান চালিয়ে চিংড়িতে অপদ্রব্য জেলি পুশিং অবস্থায় ৩২ কেজি চিংড়ি মাছ সহ তিন জনকে আটক করে। আটককৃতরা হলেন, উপজেলার নতুন ঘোষগাতী গ্রামের জয়নাল আবেদীনের দুই ছেলে আবুজার (২৫) ও আবুজাফর (২৩) ও একই এলাকার দুলাল মোল্লার ছেলে শামীম মোল্লা(১৯)। আটককৃত তিন আসামীকে মোবাইল কোর্টের মাধ্যমে ৪৫ হাজার টাকা অর্থদন্ড করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।



মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ এর নেতৃত্বে সংগীয় এসআই মোঃ সোহেল আল-মামুন এবং এ,এসআই আব্দুল কুদ্দুস সহ মোল্লাহাট থানাধীন আন্দিগ্রাম সাকিনে অনদিরাহা এর পরিত্যাক্ত দোকান ঘরে অভিযান পরিচালনা করে চিংড়ি মাছ পুশিং অবস্থায় ৩২ কেজি চিংড়ি মাছ সহ তিন জন আসামীকে আটক করেন। বিষয়টি বিবেচনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াহিদ হোসেন মোবাইল কোর্ট এর মাধ্যমে আসামীদেরকে ৪৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত