দুই ইউনিয়নে আ.লীগ মনোনীত প্রার্থী জয়ী

শান্তিপূর্ণ পরিবেশে কচুয়ায় ভোট গ্রহন সম্পন্ন

কচুয়া প্রতিনিধি

আপডেট : ১১:০২ পিএম, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১ | ৭৮৬

কচুয়ায় দুই ইউনিয়নে আ.লীগ মনোনীত প্রার্থী জয়ী হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর)শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। ধোপাখালী ই্উনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো.মকবুল হোসেন ৭৭৯৪ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে। আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো.মাসুদ রানা ঘোড়া প্রতীকে পেয়েছেন ৬৫০টি ভোট,অপর প্রার্থী মো.শহীদুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ১০৯ ভোট।

মঘিয়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাড.পংকজ কান্তি অধিকারী পেয়েছেন ৭২৭৩ ভোট, মো.মঞ্জুরুল করিম মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ২৪৭ ভোট। তবে গত ১৫ সেপ্টেম্বর কচুয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি দলের সিদ্ধান্ত মেনে নৌকা প্রতীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা দেন।

সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে।আইনশৃংখলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কোন রকমের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহন সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল সহ নির্বাহী হাকিমগণ, র‌্যাব,পুলিশ,বিজিবি তাদের টহল অব্যাহত রেখেছেন। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে ভোটাররা লাইনে দাড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিলো চোঁখে পড়ার মতো।

উপজেলা ৭টি ইউনিয়নের মধ্যে কচুয়া সদর ইউনিয়নের একজন প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাজরা জাহিদুল ইসলাম মন্নু ইন্তেকাল করলে নির্বাচন স্থগিত হয়ে যায়। পুণরায় তফশীল ঘোষনার অপেক্ষায় প্রার্থীরা।


এদিকে উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। তারা হলেন, গজালিয়া ইউনিয়নে শেখ নাছির উদ্দিন, গোপালপুর ইউনিয়নে শিকদার আবু বক্কর সিদ্দিক, বাধাল ইউনিয়নে নকীব ফয়সাল অহিদ ও রাড়ীপাড়া ইউনিয়নে প্রয়াত উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমানের ৩য় স্ত্রী নাজমা আক্তার।

উপজেলার ৫টি ইউনিয়নে সদস্যপদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে রাড়ীপাড়া ইউনিয়নে সাধারন ও সংরক্ষিত নারী সদস্যরা বিনাভোটে নির্বাচিত হওয়ায় ওই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।এখন উপজেলার মাত্র একটি ইউনিয়নের নির্বাচন বাকী রয়ে গেল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত