কচুয়ায় কু-প্রস্তাবে সারা না দেয়ায় কলেজ ছাত্রীর উপর হামলা

কচুয়া প্রতিনিধি

আপডেট : ১২:২৪ পিএম, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১ | ২৩৫৬

কচুয়ায় কু-প্রস্তাবে সারা না দেয়ায় বখাটের হামলায় কলেজ ছাত্রী আহত হয়েছে। শনিবার দুপুরে কলেজ থেকে প্রাইভেট পড়ে বাড়ী ফেরার পথে পিপুলজুড়ি এলাকায় এ হামলার স্বীকার হন। রবিবার দুপুরে এর বিচার চেয়ে কচুয়া থানায় আবেদন করেছেন আহত কলেজছাত্রীর মা শিখা রানী ঢালী। আহত বাগেরহাট সরকারী পিসি কলেজের অনার্স পড়ুয়া ছাত্রীকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরে আহত কলেজ ছাত্রী ও স্বজনরা জানান, নাটইখালী এলাকার সুনীল হালদারের ছেলে নয়ন হালদার (২৫)কলেজ ও প্রাইভেট পড়তে যাওয়ার সময় প্রায়ই তু-প্রস্তাব দিয়ে আসছিলো। ওই বখাটের কু-প্রস্তাবে সারা না দেয়ায় শনিবার দুপুরে কলেজ থেকে বাড়ী ফেরার পথে পিপুলজুড়ি এলাকায় পৌছালে পিছন দিক থেকে হামলা চালায়। এসময়ে গোপনাঙ্গ সহ শরীরের বিভিন্ন স্থানে লোহার রড ও লাঠি দিয়ে এলোপাথারী আঘাত করে। পরে ওই ছাত্রীর বসতঘরেও তান্ডব চালায়। এসময়ে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লটে নেয়। ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।


কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত