নামযজ্ঞানুষ্ঠান উপলক্ষ্যে

শরণখোলায় ৫শতাধিক দুঃস্থকে শাড়ী বিতরন

শরণখোলা প্রতিনিধি

আপডেট : ০৪:০১ পিএম, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮ | ২৭৫৫

শরণখোলায় অনুষ্ঠিত সনতান ধর্মের মহা নামযজ্ঞ অনুষ্ঠানের ২৪ প্রহর শেষে ৫শতাধিক গরীব ও দুঃস্থদের মাঝে শাড়ী বিতরণ করা হয়েছে। বাগেরহাট-৪ আসনের জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সংখ্যালঘু বিষয়ক উপদেষ্টা সোমনাথ দে’র অনুদানে বুধবার দুপুরে এলাকার সকল ধর্মের মানুষের মাঝে এ শাড়ী বিতরণ করা হয়।


শাড়ী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি সোমনাথ দে বলেন, আমার কাছে জাতের বাছবিচার নেই। সব মানুষই ইশ্বরের সৃষ্টি। যতোদিন বেঁচে থাকবো ততোদিন মানুষের সেবা করে যাবো। মানব সেবাই আমার পরম ধর্ম।

উপজেলা সদর রায়েন্দা বাজার কেন্দ্রিয় কালি মন্দিরে নামযজ্ঞ অনুষ্ঠান শেষে শাড়ী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির সভাপতি সুখরঞ্জন কর্মকার। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন নামযজ্ঞানুষ্ঠানের সাধরাণ সম্পাদক সাংবাদিক বাবুল দাস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত