বাগেরহাটে 'তারুণ্যের কন্ঠে'র পর্ব ধারণ

স্টাফ রিপোর্টার

আপডেট : ১০:১১ পিএম, শনিবার, ২ অক্টোবর ২০২১ | ৬৩৮

বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে তরুণদের অংশগ্রহণে বহিঃধারণকৃত প্রামাণ্য অনুষ্ঠান 'তারুণ্যের কন্ঠে'র ২১৬ তম পর্ব ধারণ করা হয়েছে। শনিবার দুপুরে বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাল্যবিবাহ বন্ধে সচেতনতামূলক এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন পালের সভাপতিত্বে দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার বাবুল সরদার, শিক্ষক মোঃ নুরুল হক, বাংলাদেশ বেতারের জেলা সংবাদদাতাসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা এতে অংশ গ্রহন করেন।

বাংলাদেশ বেতারের আমিরুল ইসলামের তত্বাবধানে মোঃ তোফাজ্জেল হোসেনের প্রযোজনায় বাংলাদেশ বেতারের উপস্থাপক ও সংবাদ পাঠক সজীব দত্ত অনুষ্ঠানটি উপস্থাপনা ও ধারণ করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ এর আয়োজন করে। এসময় প্রশ্নোত্তর পর্বে অংশ গ্রহন করে শিক্ষার্থী মোসাম্মৎ হুমায়রা, ইসমিতা, তানজিকা কবির যুথি, আবু সাইদ রিফাত, সুদীপ বিশ্বাস, পারিজাত সমদ্দার ঋতু, রাইসা জান্নাত, সাবিত হক প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত