পানগুছি নদীর ভাঙ্গনে হুমকির মুখে ব্রীজ, খাবার পানির পুকুর, কমিউিনিটি ক্লিনিক

মশিউর রহমান মাসুম,মোরেলগঞ্জ

আপডেট : ০৯:২৬ পিএম, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১ | ৬৬৬

মোরেলগঞ্জে খরস্রোতা পানগুছি নদীর ভাঙ্গনে নতুন করে অস্তিত্ব সংকটে পড়েছে কয়েকটি গ্রাম, প্রতিষ্ঠান, ব্রীজ, ফেরিঘাট ও জনগুরুত্বপূর্ণ রাস্তা। ভাঙ্গনরোধে টেকসই কোন ব্যবস্থা গ্রহন না করায় ইতোমধ্যে নদীতে বিলীন হয়ে নদীগর্ভে চলে গেছে বদনীভাঙ্গা সড়ক, বারইখালী থেকে বহরবুনিয়া গামী সড়ক, পঞ্চকরণ ইউনিয়নের দেবরাজ সড়ক, গাবতলা থেকে খাউলিয়া বাজার পর্যন্ত ২ কিলোমিটার পিচ ঢালাই সড়ক, পৌর সভার বারইখালী সড়কসহ শতশত বসতবাড়ি। অব্যাহত ভাঙ্গনের কারনে বহরবুনিয়া ইউনিয়নের সাথে ইতোমধ্যেই সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।



এই মুহুর্তে নদীগর্ভে বিলীন হওয়ার অপেক্ষায় গাবতলা কমিনিটি ক্লিনিকে পরিত্যাক্ত ভবন, এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুর, রবার্ট মোরেলের স্মৃতি স্তম্ভ, খাউলিয়া ব্রীজ, ফুলহাতা বাজার, পৌর এলাকার ২নং ওয়ার্ডসহ বহু ও প্রতিষ্ঠান ও জনগুরুত্বপূর্ণ সড়ক।



গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তা ও পৌরসভার বারইখালী এলাকার ২ কিলোমিটার পিচঢালাই সড়ক নদীতে ধসে গেছে। ফলে জোয়ার ভাটার পানিরে সাথে যুদ্ধ করে দিন কাটছে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা, কাঠালতলা ও পৌরসভার বারইাখালী গ্রামের পাঁচ শতাধীক পরিবারের।



এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, ইতোপূর্বে নদী ভাঙ্গনের বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নতুন করে ভাঙ্গনের বিষয়টিও অবহিত করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত