আন্তর্জাতিক জলবায়ু কর্মদিবসে

সুন্দরবন বাঁচাতে মানবপ্রাচীর

স্টাফ রিপোর্টার

আপডেট : ১০:৫২ পিএম, রোববার, ২৪ অক্টোবর ২০২১ | ৩৮৩

আন্তর্জাতিক জলবায়ু কর্মদিবস উপলক্ষে জলবায়ু বিপর্যয়, দখল-দূষণ থেকে সুন্দরবন বাঁচানোর দাবিতে মানবপ্রাচীর অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সুন্দরবনের হারবাড়িয়ায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে মানবপ্রাচীর গড়ে তোলে।


বাপার মোংলার আহ্বায়ক মো. নূর আলম শেখের সভাপতিত্বে মানবপ্রাচীতে বক্তব্য রাখেন বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরু, মোংলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, বিএনপি মোড়েলগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি আব্দুল মজিদ জব্বার, বাপা নেতা অধ্যাপক জাকির হোসেন, কমলা সরকার, সোনিয়া কারিমা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, জলবায়ু বিপর্যয়ে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংকটাপন্ন। লবণাক্ততা বৃদ্ধি এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে সুন্দরবনের মিষ্টি পানির আধার ঝুঁকিতে। ডলফিন, কুমিরসহ নানা প্রজাতির প্রাণী প্রজননে সমস্যা হচ্ছে। শিল্পদূষণ এবং জলবায়ু বিপর্যয়ের কবল থেকে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের প্রাণপ্রকৃতি রক্ষাসহ তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেন্টিগ্রেড’র মধ্যে সীমিত আহ্বান জানান বক্তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত