মা ইলিশ সংরক্ষণ অভিযানে কোস্ট গার্ডের সাফল্য

মাসুদ রানা, মোংলা

আপডেট : ০৮:৫৬ পিএম, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ | ৪৬৬

ইলিশের প্রজনন মৌসুমকে ঘিরে মা ইলিশ সংরক্ষণে উপকূল জুড়ে অভিযান চালায় কোস্ট গার্ড। গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ২২ দিনে কোস্ট গার্ড উপকূলীয় অঞ্চলের বিভিন্ন নদীতে ৩ হাজার ৪৯ টি অভিযান পরিচালনা করেন।
ওই সকল অভিযানে ২শ ৩৩ কোটি ৬৪ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ৬ কোটি ৩৭ লাখ ৯৮ হাজার মিটার বিভিন্ন ধরণের অবৈধ জাল, ৯ হাজার ৮শ ৩২ কেজি ইলিশ মাছ, ১শ ১৫ টি বোট ও ২শ ৫৭ জন জেলেকে আটক করা হয়। জব্দকৃত ওইসব অবৈধ জাল স্থানীয় প্রসাশন, আইন প্রয়োগকারী সংস্থা ও সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছগুলো স্থানীয় এতিমখানাসহ গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
এছাড়া আটককৃত জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড দেয়া হয়। এ সব তথ্য জানিয়েছেন বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেঃ খন্দকার মুনিফ তকি।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত