অধ্যক্ষ অপসারনের দাবী

বাগেরহাটে মেরিন টেকনোলজী শিক্ষার্থীদের মানববন্ধন

মামুন আহম্মেদ

আপডেট : ০৬:১৪ পিএম, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮ | ৫৫১

বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলামের অপসারনের দাবীতে মানববন্ধন করেছে মেরিন টেকনোলজী শিক্ষার্থীরা। শনিবার বেলা সাড়ে ১১টায় বাগেরহাট প্রেসকাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে মেরিন টেকনোলজীর প্রায় ৩শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতির একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ ইনস্টিটিউটের সকল কার্যক্রম বন্ধ ঘোষনা করেছে। যে কারনে ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ভবিষৎ ঝুকির মধ্যে পড়েছে। এসময় শিক্ষার্থীরা অবিলম্বে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজী খুলে দেয়াসহ তদন্ত কমিটি গঠন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলামের অপসারনের দাবী জানান।


মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজীর শিক্ষার্থী মাহমুদ শিমুল, খালিদ হাসান বাপ্পি, আবু নোমান, আব্দুল্লাহ সবুজ, শহিদুল ইসলাম রাতুল, প্রান্ত চন্দ্র, আশিক মল্লিক প্রমুখ।


উল্লেখ্য, অধ্যরে বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণ ও নতুন অধ্যক্ষ পদায়নের দাবিতে গত রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে মেরিন টেকনোলজীর শিক্ষার্থীদের মধ্যে উত্তোজিত দেখা দেয়। পরে সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে ক্যাম্পাসের মধ্যে বিােভ শুরু করে শিার্থীরা। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টা পর্যন্ত শিার্থীরা আন্দোলন করে। এর মধ্যে বুধবার (১৪ ফেব্রুয়ারি) জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিণ ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সেলিম রেজা স্বারিত এক নোটিশে অনিবার্য কারণ বশত ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, বাগেরহাটের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার মধ্যে ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়। নোটিশ পেয়ে শিক্ষার্থীরা ছাত্রাবাস ত্যাগ করলেও অধ্যক্ষের অপসারণের দাবিতে অনড় অবস্থানে রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত