কোস্টগার্ডের অভিযান

মোংলায় ৩টি ট্রাক বোঝাই জেলি পুশকৃত ৪ হাজার কেজি চিংড়ী জব্দ আটক-৭

মাসুদ রানা,মোংলা

আপডেট : ০৬:১৬ পিএম, বুধবার, ১০ নভেম্বর ২০২১ | ৯৪৪

মোংলায় তিনটি ট্রাক বোঝাই ৪হাজার ২০ কেজি জেলি পুশকৃত বাগদা ও গলদা চিংড়ী মাছসহ ৭জন অবৈধ মাছ ব্যাবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। ৯ নভেম্বর গভীর রাতে রুপসা খানজাহান আলী টোল প্লাজা থেকে তাদের আটক করা হয়।
কোষ্টগার্ড পশ্চিম জোনের মোংলা সদর দপ্তরের অপারেশন কর্মকর্তা এ এম এস লুৎফর রহমান জানান, গোপন সংবাদে জানা যায়, অবৈধ ভাবে মুনাফালোভী কিছু চিংড়ী ব্যাবসায়ীরা চিংড়ী মাছে বাগদা ও গলদা চিংড়িতে পুশ করে জেলি মিশ্রিত করে ওজন বাড়িয়ে বিক্রি করে আসছিল। ৯ নভেম্বর গভীর রাতে কোস্টগার্ডের একটি দল বিসিজি স্টেশন রুপসাকে সাথে নিয়ে খানজাহান আলী টোল প্লাজা এলাকায় অভিযান চালায়।
পরবর্তীতে নির্বাহী ম্যজিষ্ট্রেট ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত হেল্পার ও ড্রাইভারসহ ৬ জনকে ১ মাসের বিনা শ্রম কারাদন্ড ও ১ জনকে সাধারন ক্ষমায় ছেড়ে দেওয়া হয়। জব্দ করা জেলি পুশকৃত চিংড়ি মাছগুলো নদীতে ফেলে বিনষ্ট করা হয়। আটককৃত ট্রাক তিনটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য থানায় হস্তান্তর করে কোস্টগার্ড সদস্যরা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত