বরগুনা যুবলীগ সম্মেলন: শ্রমিকদল নেতা যখন আপ্যায়ন কমিটির সদস্য!

বরগুনা প্রতিনিধি

আপডেট : ০৭:০৬ পিএম, রোববার, ২৬ ডিসেম্বর ২০২১ | ৪৩৩

১৭ বছর পর গেল ২১ ডিসেম্বর বরগুনা জেলা আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন ঘিরে ছিল ব্যাপক প্রস্তুতি। বিভাগের দায়িত্বপ্রাপ্ত একাধিক সাংগঠনিক সম্পাদক প্রস্তুতি পর্যবেক্ষণে বরগুনা সফর করে সম্মেলন শেষ করেছেন। সম্মেলনকে ঘিরে যুবলীগ নেতাকর্মীদের মাঝেও ছিল উৎসবের আমেজ।

এবার নানান আলোচনার মধ্যেই নতুন করে শুরু হয়েছে বিতর্ক। জেলা শ্রমিক দলের এক নেতাকে যুবলীগের সম্মেলনে আপ্যায়ন উপ-পরিষদের সদস্য করা নিয়ে চলছে বিতর্ক। শুধু তাই নয়, শ্রমিক দলের ওই নেতা সম্মেলন মঞ্চে উঠে সেলফি তুলেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার নিক্সন চৌধূরীসহ আরো সিনিয়র নেতাদের সঙ্গে। জাহিদুল করিম বাবু নামের শ্রমিক দলের ওই নেতা বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে জেলা যুবলীগের সদ্য বিলুপ্ত কমিটির হাত ধরে যুবলীগে অনুপ্রবেশ করে।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা যুবলীগের এক নেতা বলেন,‘সম্মেলন উপলক্ষে ‍উপ-কমিটিগুলো সদ্য সাবেক সাধারন সম্পাদক সাহাবুদ্দিন সাবু নিজের সুবিধা মতো লোক কমিটির সদস্য নিয়েছে। যুবদল-ছাত্রদলের বহু নেতাই এখন যুবলীগের পরিচয় দিচ্ছেন।’

আরেক নেতা বলেন,‘সম্মেলনকে ঘিরে অনেক ত্যাগী নেতাই মঞ্চেই উঠতে পারেনি। কৌশল করে তাদের মঞ্চের ধারে কাছেও যেতে দেয়া হয়নি। সম্মেলন প্রস্তুত কমিটিগুলো সদ্য সাবেক সাধারন সম্পাদক নিজের পছন্দ মত করেছেন। এমনকি কেন্দ্রীয় নেতারা যখন মঞ্চে উপস্থিত তখনো মঞ্চের শৃঙ্খলা ফেরাতে বেগ পেতে হয়েছে। কারণ শৃঙ্খলা কমিটিগুলোতে অপরিপক্ক লোকদের সদস্য করা হয়েছিল। যারা নিজেদের সেলফি তুলতেই বেশি ব্যস্ত ছিল’

অপরদিকে শ্রমিক দল নেতা জাহিদুল করিম বাবুর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। ফেসবুকে নানান মন্তব্য করছেন নেটিজনেরা। কেউ আবার যুবলীগের কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন। অনেকে আবার প্রশ্ন তুলেছেন ত্যাগীদের বঞ্চিত করে বিএনপির লোকদের কিভাবে মঞ্চে ওঠার সুযোগ দেয়? তাও আবার কেন্দ্রীয় নেতাদের ধারেকাছে। নিরাপত্তারও বিষয় ছিল।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত