বনরক্ষীদের নিকট থেকে ছিনিয়ে নেওয়া রাইফেলের গুলি উদ্ধার

মশিউর রহমান মাসুম,মোরেলগঞ্জ

আপডেট : ০৮:১৭ পিএম, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১ | ৫১০

মোরেলগঞ্জে বনবিভাগের সদস্যদের ওপর হামলা করে ছিনিয়ে নেওয়া ৫ রাউন্ড চায়নিজ রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলের অদুরে পরিত্যাক্ত অবস্থায় ৫ রাউন্ড গুলি ও বনরক্ষীদের ব্যবহৃত একটি গুলির খোসা পুলিশ খুঁজে পায় বলে মামলার তদন্তকারি কর্মকর্তা থানার ওসি(তদন্ত) তুহিন মন্ডল জানিয়েছেন।



ঘটনাস্থল থেকে ফিরে সোমবার বেলা ২টার দিকে পুলিশের এ কর্মকর্তা বলেন, কর্তব্যরত বনরক্ষীদের ওপর হামলা করে ছিনিয়ে নেওয়া ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার হয়েছে। একই সাথে হামলায় ভেঙ্গে যাওয়া বনবিভাগের রাইফেলটিও জব্দ করা হয়েছে। আসামিদের আটকের চেষ্টা চলছে।



প্রসংগত, গত বৃহস্পতিবার ভোর ৫টার দিকে জিউধরা ও আমরবুনিয়া ফরেষ্ট ক্যাম্পের বনরক্ষীরা জিউধরা গ্রামে অভিযানে যায়। ওই সময় স্থানীয় কিছু লোক বনরক্ষীদের ওপর হামলা করে অবরুদ্ধ করে রাখে। হামলাকারিরা বনরক্ষীদের একটি রাইফেল ভেঙ্গে ফেলে এবং ৫ রাউন্ড গুলি ছিনিয়ে নিয়ে যায়।



এ ঘটনায় বুধবার রাতে ৯জনকে আসামি করে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন জিউধরা ফরেস্ট ক্যাম্পের কর্মকর্তা(এসও) মো. জাহাঙ্গীর আলম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত