পলিথিনের মোড়ক ব্যবহার করায় সাত ব্যবসায়ীর অর্থদন্ড

মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ

আপডেট : ০৭:০৯ পিএম, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২ | ৬০৪

মোরেলগঞ্জে নিষিদ্ধ পলিথিনের মোড়কে চাল, ডালসহ নানা ধরণের পণ্য বাজারজাত করার অপরাধে সাত ব্যাবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইলকোর্ট। শনিবার বেলা ১১টার দিকে মোলেরগঞ্জ সদর বাজারে মোবাইলকোর্ট পরিচালনা করেন, সহকারি কমিশনার(ভূমি) মো. আলী হাসান। পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের প্রসিকিউশন অফিসার মো. সরোয়ার আলম এ সময় তার সাথে ছিলেন।



মোবাইলকোর্টে দন্ডপ্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠান গুলো হচ্ছে, বিসমিল্লাহ পোল্ট্রিফিড, জয়গুরু ভান্ডার, কার্তিক স্টোর, সাজু ভান্ডার, ভাই, ভাই ভান্ডার, গৌতম স্টোর ও নাসির স্টোর।



এ বিষয়ে সহকারি কমিশনার বলেন, বাজারজাত পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে নিষিদ্ধ পলিথিনের মোড়ক ব্যবহার করার অপরাধে ওই ব্যবসায়ীদেরকে প্রাথমিক পর্যায়ে অর্থদন্ড দেওয়া হয়েছে। পরে একই অপরাধ পাওয়া গেলে জরিমানাসহ কারাদন্ডও দেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত