চুলকাটিতে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ ১০লক্ষ টাকার ক্ষতি

চুলকাটি প্রতিনিধি

আপডেট : ১১:১৪ পিএম, রোববার, ১৬ জানুয়ারী ২০২২ | ৬৬২

বাগেরহাট সদর উপজেলার খাঁনপুর ইউনিয়নের ভট্ট-বালিয়াঘাটা এলাকায় মৎস্য ঘেরে বিষ প্রয়াগ করে ১০ লক্ষাধীক টাকার মাছের ক্ষতি সাধন করেছে দৃস্কৃতিকারী চক্র। শনিবার গভীর রাতে ভট্ট-বালিয়াঘাটা এলাকার মোঃ খলিল মোড়লের পুত্র ইসমাইল মোড়লের পাঁচ বিঘার মৎস্য ঘেরে এই বিষ প্রয়োগের ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, শনিবার গভীর রাতে অজ্ঞাত দৃস্কৃতিকারীচক্র মৎস্য ঘেরটিতে বিষ প্রয়োগ করে বিপুল পরিমানে মাছ চুরি করে নিয়ে যায়। তাদের বিষ দেওয়ার কারণে ঘেরের সাদা ও চিংড়ী মাছসহ অন্যান্য মাছ মারা যায়। এতে ঘের মালিকের প্রায় ১০লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। তিনি এখন পথে বসার উপক্রম হয়েছেন। একটি দৃস্কৃতিকারী চক্র দীর্ঘদিন ধরে চুলকাটি ও তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে মাছ চুরি ও ক্ষতি সাধন করলেও পুলিশ তাদেরকে আটক করতে পারছে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত