ভ্রাম্যমান আদালতের অভিযান

ফকিরহাট আহম্মদ ডায়াগনস্টিক ক্লিনিকে এক লাখ টাকা জরিমানা

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৮:৩১ পিএম, রোববার, ৬ মার্চ ২০২২ | ৩৯৩

প্রতিকী ছবি

ফকিরহাটের আহম্মদ ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক সেন্টারে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসন এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেমের ভ্রাম্যমান আদালত এই জরিমানা করে।

জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ০১টি মামলায় এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ক্লিনিক ম্যানেজার আকরাম হোসেনের কাছ থেকে জরিমানার টাকা আদায় করা হয়। মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, সার্জিক্যাল যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার যথাযথ ব্যবস্থা না থাকা, লাইসেন্স বিহীন বা লাইসেন্স নবায়ন না করা, মেডিকেল অফিসারের অনুপস্থিতি, আসন সীমার অতিরিক্ত রোগী ভর্তি রোধে এই ভ্রাম্যামান আদালত পরিচালনা করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত