মোরেলগঞ্জে অবৈধভাবে আড়াই হাজার কেজি ছোলাবুট মজুদ রাখার দায়ে ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ড

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৮:৩৭ পিএম, সোমবার, ২১ মার্চ ২০২২ | ৩৫৫

মোরেলগঞ্জে অবৈধভাবে আড়াই হাজার কেজি ছোলাবুট মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন মোবাইল কোর্ট। দন্ডপ্রাপ্ত ব্যবসায়ী হচ্ছেন মোরেলগঞ্জ সদর বাজারের বাসস্ট্যান্ড এলাকার পাইকারি ব্যবসায়ী ফারজানা স্টোরের মালিক মো. ইয়াসিন শেখ।

সোমবার বেলা ১ টার দিকে বাগেরহাট জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম মোবাইল কোর্ট পরিচালনা করেন। তিনি বলেন, বাজার দর নিয়ন্ত্রণের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ইয়াসিন শেখের গুদাম ঘরে ১০৫ বস্তা ছোলা পাওয় যায়। এছাড়াও নিষিদ্ধ প্লাষ্টিকের বস্তায় চাল রাখা ও মূল্য তালিকা না থাকার অপরাধে কৃষি বিপনন আইন ২০১৮ মোতাবেক ওই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত