ফকিরহাটে শিক্ষার মান উন্নয়নে সভা

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ১০:০২ পিএম, রোববার, ১০ এপ্রিল ২০২২ | ৪৯৯

ফকিরহাট উপজেলার গাবখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে সভা হয়েছে। এছাড়াও, শ্রেণী কক্ষে উপস্থিতির হার বৃদ্ধি ও বাড়ীতে নিয়মিত লেখা-পড়া করার জন্য শিক্ষক অভিভাবক ও ম্যানেজিং কমিটির সাথে উন্মুক্ত আলোচনা হয়। রবিবার সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্য সচিব শর্বানী দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান ফকির, সহ-সভাপতি আব্দুল হালিম শেখ, সদস্য যথাক্রমে মোঃ রোস্তম আলী শেখ, অলোক কুমার শীল, হারুন ঢালী, মোঃ মহিউদ্দিন মোড়ল, খান তাজ উদ্দিন, ডালিয়া বেগম, জান্নাতুল মেওয়া ও তাসলিমা বেগম প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত