শিশু কন্যা হত্যা মামলায় মাকে খালাস, পুন তদন্তের নির্দেশ

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৫:২৯ পিএম, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮ | ৫১২

বাগেরহাটে দেড় বছর বয়সী কন্যা হত্যার দায়ে অভিযুক্ত মা নাজমা বেগম (২৪) কে বেকসুর খালাস দিয়েছেন আদালত। একই সাথে এ মামলাটি পুনঃতদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) কে নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার দুপুরে বাগেরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (১) এর বিচারক মোঃ হাফিজুর রহমান এ আদেশ দেন।

খালাসপ্রাপ্ত নাজমা বেগম জেলার চিতলমারী উপজেলার চরচিংগুড়িয়া গ্রামের আইয়ুব আলী শেখের মেয়ে।

মামলার বিবরণ ও আইনজীবি সূত্রে জানাযায়, ২০১৫ সালের ২৩ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে নাজমা বেগম মিম রাজ নামে তার ১৮ মাস বয়সী শিশু কন্যাকে পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাত করে হত্যা করার অভিযোগ ওঠে।

এ ঘটনায় চিতলমারী থানা পুলিশ নাজমা বেগম ও তার স্বামী একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে মিরাজ শেখ (২৫) কে আটক করে। ঘটনার পরের দিন ২৪ আগস্ট চিতলমারী থানায় উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন এবং আসামীদের আদালতে পাঠায়। পরে মামলার তদন্ত কর্মকর্তা চিতলমারী থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম একই বছর ৮ নভেম্বর ভিকটিমের পিতা মিরাজকে অব্যাহতি দিয়ে মা নাজমাকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।

এরপর এ মামলার ১৫ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে আদালত এ রায়ে নাজমা বেগম (২৪) কে বেকসুর খালাস প্রদান ও পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) কে মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ প্রদান করেন।

মামলায় বাদী পক্ষের আইনজীবি ছিল সরকারি কৌশলী (পিপি) এ্যাডভোকেট সিদ্দিকুর রহমান এবং আসামী পক্ষে ছিলেন এ্যাডভোকেট মোঃ ফয়সাল আরেফি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত