খুলনায়  ওয়ার্কিং গ্রুপের সাথে  সরকারী কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৮:২৬ পিএম, সোমবার, ১৮ এপ্রিল ২০২২ | ৩৭৪

খুলনায় পরিবার পরিকল্পনা সেবার মান বৃদ্ধির কৌশল বিষয়ে বি‌ভিন্ন জেলা ওয়াকিং কমিটির সাথে সরকারী কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ এ‌প্রিল) সকালে খুলনার এক‌টি অ‌ভিজাত হো‌টে‌লের সেমিনার কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, পরিবার পরিকল্পনা বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক মো: হা‌বিবুল হক খান।
সুশীলনের পরামর্শক আ‌মিরুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে বেসরকারী উন্নয়ন সংস্থা মেরী স্টোপস বাংলাদেশের আ‌য়োজ‌নে সুশীলনের সহ‌যোহীতায় সমন্বয় সভায় অন্যান্যেদের মধ্যে বক্তব্য দেন, খুলনা বিভাগীয় মৎস‌্য প‌রিদর্শন ও মান‌নিয়ন্ত্রণ কর্মকর্তা লিপটন সরদার, বাগেরহাট পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার দাস, খুলনা ম‌হিলা বিষয়ক অ‌ধিদপ্ত‌রের উপপ‌রিচালক হাসনা হেনা, বা‌গেরহাট সদর উপ‌জেলা প‌রিষ‌দের ম‌হিলা ভাইচ চেয়ারম‌্যান রি‌জিয়া পার‌ভীন, সুশীলনের সহকারী প‌রিচালক শা‌হিনা পারভীন, প্রকল্প সমন্বয়কারী মুজাহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা, প‌রিবার প‌রিকল্পনা সেবার মান বৃ‌দ্ধি‌তে নানামূখী পদ‌ক্ষেপ গ্রহ‌নের আহবান জানান। সভায় বা‌গেরহাট, পি‌রোজপুর ও ব‌রিশা‌ল জেলা ওয়া‌কিং ক‌মি‌টির সদস‌্যরা অংশ নেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত