মোল্লাহাটে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

শেখ শাহিনুর ইসলাম শাহিন, মোল্লাহাট

আপডেট : ০৮:৪৯ পিএম, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২ | ৪০৬

মোল্লাহাটে খরিপ-১/২০২২-২৩ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কপিল বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান প্রমূখ।



উল্লেখ্য, সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় ৭৫০ জন কৃষক/কৃষাণীদের মধ্যে ৫ কেজি ধান বীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত