চলমান  রয়েছে ফকিরহাটে ইউনিয়ন পর্যায়ে টিসিবির পণ্য বিক্রি 

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৮:৪৫ পিএম, বুধবার, ২০ এপ্রিল ২০২২ | ৪৩১

ফকিরহাটে ইউনিয়নে ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রয় অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকালে পুনঃরায় মূলঘর ইউনিয়নে টিসিবির পণ্য দেয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রিয় করা হবে। এ উপজেলায় মোট ৮হাজার ৫৯৪জন মানুষ টিসিবির পণ্য পাচ্ছেন। এবার তেল, ডাল, চিনি ও ছোল সহ চারটি পণ্য পাচ্ছেন ৫৬০টাকায়। যা বাজার দর মূল্যে অনেক কম টাকায় এসব ক্রেতারা পণ্য নিতে পাচ্ছেন। স্বল্প মূল্যে পণ্য ক্রয় করতে পেয়ে খুশি এসব ক্রেতা সাধারন।


এদিন মূলঘরে পণ্য বিক্রয় পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড, হিটলার গোলদার।

এসময় অন্যান্যদের মধ্যে মূলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মো. আবু বকর, ইউপি সচিব মো. সোহেল রানা সহ বিভিন্ন ইউপি সদস্য ও উপকারভোগী ক্রেতাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত