কচুয়ায় কম্বাইন হারভেষ্ঠার দ্বারা বোরো ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৩:৩৫ পিএম, বুধবার, ২৭ এপ্রিল ২০২২ | ৩১৭

কচুয়ায় কম্বাইন হারভেষ্ঠার দ্বারা বোরো ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার ভান্ডারখোলা এলাকায় ২০২১/২২ রবি মৌসুমের প্রনোদনা কর্মসুচির আওতায় ৫০ একর জমিতে সমলয়ে চাষাবাদ বাস্তবায়নের মাধ্যমে বোরো ধান কম্বাইন হারভেষ্ঠার দ্বারা কর্তন উদ্বোধন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম, জেলা কৃষি প্রকৌশলী লুনা মল্লিক, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, উপজেলা কৃষি অফিসের প্রাক্তন এ.এ.ই.ও. এম.এ.কুদ্দুস হাওলাদার।

এছাড়া অন্যান্যের মধ্যে, এসএপিপিও বিভাস চন্দ্র সাহা, আজাহার আলী খান সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কৃষক, কৃষাণী উপস্থিত ছিলেন। কম সময় ও কম খরচে কম্বাইন হারভেষ্ঠার দ্বারা ধান কর্তনে কৃষকগণ অধিক লাভবান হবেন বলে জানান কৃষি কর্মকর্তা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত