বাগেরহাটে তাঁতীলীগের আলোচনা সভা

মামুন আহম্মেদ

আপডেট : ০৮:৩২ পিএম, বুধবার, ৭ মার্চ ২০১৮ | ৯৯৫

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন ইউনেস্কো কর্তৃক ‘বিশ্ব প্রমান্য ঐতিহ্য’ স্বীকৃতি পাওয়ায় বাগেরহাট জেলা তাঁতীলীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার সন্ধ্যায় শহরের স্টেডিয়ামের সামনে জেলা তাঁতীলীগের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা তাঁতীলীগ নেতা এ্যাড. ফকির ইফতেখারুল ইসলাম রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা তাঁতীলীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র আলহাজ¦ বাকি তালুকদার।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা তাঁতীলীগের সহ-সভাপতি শেখ সোহাগ, যুগ্ম সাধারন সম্পাদক লিটু দাস, সদর উপজেলা তাঁতীলীগের আহবায়ক জাহিদ শেখ, সদস্য সচিব রফিকুল ইসলাম মুকুল, পৌর তাঁতীলীগের সভাপতি জাহাগীর হোসেন মিঠু প্রমুখ।

আলোচনা সভা শেষে আলহাজ¦ বাকি তালুকদার বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় জেলা তাঁতীলীগের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত