ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে

মোরেলগঞ্জে আওয়ামীলীগের মিছিল ও পথসভা

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৯:০৫ পিএম, বুধবার, ৭ মার্চ ২০১৮ | ৫৪৩

মোরেলগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ পালন উপলে বুধবার উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেছে।


ইউনেস্কো কর্তৃক জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন স্বীকৃতি লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে এ দিনটি পালন করার লক্ষে উপজেলা আ.লীগ দলীয় কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, সন্ধ্যায় আ.লীগ কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদনি শেষে চৌরাস্তা মোড়ে এক পথসভায় মিলিত হন। এ পথসভায় বক্তব্য দেন জেলা আ.লীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু।


উপজেলা আ.লীগের সহ-সভাপতি অধ্য শাহাবুদ্দিন তালুকদার, আ.লীগ নেতা চেয়ারম্যান মাহমুদ আলী, মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার মো. শাহ আলম হাওলাদার, উপজেলা যুবলীগ আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম, যুগ্ন আহ্বায়ক এ্যাড.তাজিনুর রহমান পলাশ, পৌর আহ্বায়ক আসাদুজ্জামান বিপু, যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক ইলিয়াছ হোসেন দুলাল, কেএম শহিদুল ইসলাম, শ্রমিক লীগ সভাপতি আলমগীর হোসেন বাদশা, পৌর সভাপতি মো. কালাম শেখ, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সুমন, ইব্রাহিম হোসেন ফরাজী, আমিনুল ইসলাম নয়ন ও সাজ্জাদুল ইসলাম জুয়েল।

সভায় বক্তারা দেশের উন্নয়নের ধারাবাহিকতা রার্থে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামীলীগকে পুনরায় ক্ষমতায় আনার উদ্বার্ত আহ্বান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত