মোরেলগঞ্জে বসতবাড়ি ভেঙ্গে দখল বুঝিয়ে দিল আদালত

মশিউর রহমান মাসুম,মোরেলগঞ্জ

আপডেট : ০৭:৪৪ পিএম, বৃহস্পতিবার, ১২ মে ২০২২ | ১৬০৯

মোরেলগঞ্জে একটি বসতবাড়ির সকল স্থাপনা ভেঙ্গে রায় প্রাপ্ত ব্যাক্তিকে জমির দখল বুঝিয়ে দিয়েছেন আদালত কর্তৃপক্ষ। বিজ্ঞ জেলা দায়রা জজ আদালতের নির্দেশে আজ বৃহস্পতিবার গুলিশাখালী গ্রামে .৩১ শতক জমির একটি বসতবাড়ির বাসিন্দা স্থানীয় সাবেক মেম্বর ফরিদ হাওলাদারকে উচ্ছেদ করে মামলার রায়ের অনুকুলে অধ্যক্ষ মাওলানা আব্দুল বারীকে দখল বুঝিয়ে দেন।



আদালতের নির্দেশে ওই বাড়িটি থেকে একটি আধাপাঁকা বসতঘরসহ সকল স্থাপনা তুলে ফেলা হয়। এ বিষয়ে উচ্ছেদ ও জারী মামলার রায় পাওয়া মাওলানা বারী বলেন, ২০০৯ সালে ফরিদ মেম্বার পেশী শক্তির বলে তার জমি দখল করে বসবাস শুরু করে। বিষয়টি নিয়ে মামলা করলে বিজ্ঞ দায়রা জজ আদালত অবৈধ দখলদারকে উচ্ছেদ করে তাকে দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন।



অপরদিকে সাবেক মেম্বর ফরিদ বলেন, আদালতে মামলা বা উচ্ছেদের আদেশের বিষয়ে তার কিছুই জানা নেই। আকস্মিকভাবে আদালতের লোকজন পুলিশের সহযোগীতায় লাল নিশান পুতে দিয়ে উচ্ছেদ আদেশ জারি করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত