বাগেরহাটে অপরাজিত নারীর রাজনৈতিক ক্ষমতায়ন শীর্ষক সভা

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৮:৫০ পিএম, বুধবার, ১৮ মে ২০২২ | ৩০৫

বাগেরহাটে ‘অপরাজিতা নারীদের রাজনৈতিক ক্ষমতায়নে’ প্রকল্পের জেলা পর্যায়ে বিভিন্ন নারী নেটওয়ার্কের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে।

রূপান্তরের আয়োজনে বুধবার (১৮ মে) সকালে বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তরের জেলা কার্যালয়ে বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের রিজিয়া পারভীনের সভাপতিত্বে ও রূপান্তরের সদর উপজেলা সমন্বয়কারি শিল্পি আক্তারের সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথি হিসাবে বক্তৃতা করেন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা এ্যাডভোকেট শরিফা খানম, বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র তানিয়া খাতুন, মহিলা কাউন্সিলর আসমা আজাদ, এ্যাডভোকেট লুনা সিদ্দিকী, রূপান্তরের প্রকল্প সমন্বয়কারি সুবোল ঘোষ টুটুল,ফাইন্যান্স অফিসার সুমন কুমার চন্দন, জেলা সমন্বয়কারী আতাবুর রহমান টিপু সহ সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও অপরাজিতা নারীরা বক্তৃতা করেন।


এ সময় অপরাজিতা নারীকর্মীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পরে অতিথিবৃন্দরা কিভাবে এই সমস্যা গুলোর সমাধান করা যায় এমন প্রত্যয় ব্যক্ত করে দিক নির্দেশনা প্রদান করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত