মোল্লাহাটে "আলোকিত ও মানবিক মোল্লাহাট" বিনির্মাণে নাগরিক সভা

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ১০:০৪ পিএম, রোববার, ২২ মে ২০২২ | ৩০৬

মোল্লাহাট উপজেলাকে "আলোকিত ও মানবিক মোল্লাহাট" বিনির্মাণে বাল্যবিবাহ, মাদক, নারী নির্যাতন, খুন, ধর্ষণ, নারী ও শিশু পাচার, সন্ত্রাস, জঙ্গিবাদ, গুজব, সামাজিক অবক্ষয় ইত্যাদির কুফল এবং শিক্ষার প্রয়োজনীয়তা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক "নাগরিক সভা" অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ মে) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ নাগরিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা।



এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোসাঃ মাহফুজা খাতুন, , কে, আর কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, প্রাণি সম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল, মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ, উপজেলা প্রকৌশলী মো. শওকত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তার এস এম রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান সজল, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, শেখ রফিকুল ইসলাম, মনোরঞ্জনপাল, মোঃ মনিরুজ্জামান মিয়া, মোঃ মিজানুর রহমান মোল্লা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, জৈষ্ঠ্য সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, যুগ্মসাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ রুনীয়া আক্তার, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত