মোল্লাহাটে মোবাইল কোর্টে ২টি ক্লিনিক ও ১টি ট্রলির জরিমানা

মোল্লাহাট  প্রতিনিধি

আপডেট : ০৭:৫৯ পিএম, রোববার, ২৯ মে ২০২২ | ৩১২

মোল্লাহাটে ৫টি বেসরকারি ক্লিনিকে মোবাইল কোর্টের অভিযানে ২টি ক্লিনিকের ৯ হাজার টাকা জরিমানাসহ একটির অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে। এছাড়া তাবু দিয়ে না ঢেকে বালি বহন করায় একটি ট্রলির এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২৯ মে) দুপুর থেকে বিকাল পর্যন্ত মোবাইল কোর্টের অভিযান পরিচালনার মাধ্যমে একটি ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালাসহ দুটি ক্লিনিক ও একটি ট্রলির জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল।



নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল জানান, উপজেলা সদরের ৪টি ক্লিনিকে অভিযান পরিচালনা কালে শিকদার বাদশা মিয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪ হাজার টাকা নগদ জরিমানা করা হয়েছে। একই সাথে ওই প্রতিষ্ঠান বন্ধের আদেশ দেয়া হয়েছে। এছাড়া গাংনী মাল্টি কেয়ার সার্জিক্যাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর অপারেশন থিয়েটার সিলগালাসহ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কোনো ধরনের ঢাকনা-ঘেরা ছাড়াই বালি বহনের মাধ্যমে জনদূরভোগ সৃষ্টি করায় একটি ট্রলির এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।



উল্লেখ্য, ৫টি ক্লিনিকে অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন, মেডিকেল অফিসার ডা. সৌমিত্র মিত্র ও ডা. অপূর্ব পোদ্দার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত