রামপালে শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক আনোয়ারুল কবীর  

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৮:১৩ পিএম, মঙ্গলবার, ৩১ মে ২০২২ | ১০৪৬

রামপাল উপজেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরবন মহিলা মহাবিদ্যালয় এবং ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক সোহাগ নির্বাচিত হয়েছেন।
এ ছাড়াও কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান রামপাল সরকারি কলেজ। কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ খালিদ আহমেদ। মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান গোবিন্দপুর এজেএস ফাজিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস আলী। বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান সোনাতুনিয়া একে নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাওলাদার সাইদুর রহমান। বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান পেড়িখালী পি ইউ মডেল উচ্চ বিদ্যালয়। মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ইসলামাবাদ সিদ্দিকীয়া ফাজিল ডিগ্রী মাদরাসা। কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক সুন্দরবন মহিলা মহা বিদ্যালয়ের মো. তরিকুল ইসলাম। বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মো. আনোয়ারুল কাদির। মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক শরাবপুর কারামতিয়া ফাজিল ডিগ্রী মাদরাসার ফকির মিন্টু আলী। কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী সুন্দরবন মহিলা কলেজের শিক্ষার্থী রোজীনা খাতুন। মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী ইসলামাবাদ সিদ্দিকীয়া ফাজিল ডিগ্রী মাদরাসার আব্দুল্লাহ ইবনে অহিদ ও বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া হোসেন নিধি নির্বাচিত হয়েছে।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখায় তাদের নির্বাচন করা হয়েছে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো জিয়াউল হক সাংবাদিকদের নিশ্চিত করেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত