বাগেরহাটে কৃষি আবহাওয়া তথ্য পদ্বতি উন্নতকরণে রোভিং কর্মশালা

স্টাফ রিপোর্টার

আপডেট : ১২:৩৩ এএম, মঙ্গলবার, ৭ জুন ২০২২ | ৩৫৫

বাগেরহাটে কৃষি আবহাওয়া তথ্য পদ্বতির উন্নতি করতে কৃষি আবহাওয়া “তথ্য বিস্তার বিষয়ে”রোভিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৬জুন) দিন ব্যাপি বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি আবহাওয়া তথ্য পদ্বতি উন্নতকরণ প্রকল্পের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাগেরহাটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আজিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। কর্মশালায় আরও বক্তব্য দেন, বাগেরহাট জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা অমরেন্দ্র নাথ বিশ্বাস, প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোতাহার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ।

কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার ২০০ জন কৃষক অংশ নেয়। কর্মশালায়, কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণের বিভিন্ন পদ্ধতি আলোচনা করা হয়। কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষক ও কৃষি সংশ্লিষ্ট সকলকে কৃষি আবহাওয়া পরামর্শ নেওয়ার আহবান জানান বক্তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত