মেয়াদ উর্ত্তীন ও ভেজাল কীটনাশক উদ্ধার

ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৬:৩৭ পিএম, রোববার, ১১ মার্চ ২০১৮ | ৯৫০

ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের মৌভোগ সোবানের বটতলা নামক স্থানে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ এক অভিযানে রেজাউল স্টোর থেকে মেয়াদ উত্তীর্ণ, ভেজাল ও নকল সিনজেনটা নামক কীটনাশক ঔষধ উদ্ধার করা হয়।

ফকিরহাট সহকারি কমিশনার (ভূমি) প্রিয়াংকা পাল এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় দোকান মালিক রেজাউল খানকে ভোক্তা অধিকার আইন ২০০৯/৫১ ধারায় ৫হাজার টাকা জরিমানা করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শারমিন শামীম ও তন্ময় দত্ত, উপ-সহকারি উদ্ভীদ সংরক্ষণ কর্মকর্তা মোল্লা হাবিবুর রহমান, এএসআই মোঃ সাইদুর রহমান ও সিনজেনাটা কোম্পানীর সেল্স প্রোমোশন অফিসার মোঃ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

অভিযানকালে উদ্ধারকৃত কয়েক বস্তা ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ভর্তি বোতল ভেংগে পুড়িয়ে নষ্ট করে মাটিতে পুতে দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, উক্ত দোকানে আসল সিনজেনটার নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন ধরে ভেজাল ও নকল সিনজেনটা সহ অন্যান্য ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক কৃষকদের সাথে প্রতারণা করে বিক্রি করে আসছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত