মামলা দায়ের

মোল্লাহাটে মাদক বিক্রেতাদের হাতে দুই পুলিশ আহত,আটক-১

মামুন আহম্মেদ

আপডেট : ০৪:৫৬ পিএম, সোমবার, ১২ মার্চ ২০১৮ | ৫৩৪

মোল্লাহাট উপজেলায় মাদক বিক্রেতারা পিটিয়ে দুই পুলিশ সদস্যকে আহত করে পালিয়ে গেছে। সোমবার সকালে মোল্লাহাট উপজেলা সদরের হাসপাতালের মোড়ে মাদক বিক্রেতারা প্রকাশ্য দিবালোকে ওই দুই পুলিশ সদস্যকে মারধর করে পালিয়ে যায়। আহত দুই পুলিশ সদস্যকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে পুলিশ এটাকে পিটানো নয়, মাদক বিক্রেতাদের ধরতে গেলে তাদের ধাক্কায় পুলিশ সদস্যরা সামান্য আহত হয়েছেন বলে দাবি করেছে। পুলিশ ওই মাদক বিক্রেতাদের পরিচয় সনাক্ত করে তাদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে এদিন দুপুরে এঘটনায় জড়িত কামরুল ইসলাম শুভ (২৭) নামে এক ইয়াবা বিক্রেতাকে আটক করেছে। আহত পুলিশ সদস্যরা হলেন, মোল্লাহাট থানায় কর্মরত সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রাসেল রানা এবং কনস্টেবল পুলক বিশ্বাস।


প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের বলেন, সোমবার সকাল সাড়ে দশটার দিকে মোল্লাহাট থানার দুই পুলিশ সদস্য হাসপাতাল মোড়ে আসেন। এসময় তারা চার পাঁচ যুবকের কাছে গিয়ে তাদের সাথে কথা বলতে থাকেন। হঠাৎ করে ওই যুবকরা চড়াও হয়ে দুই পুলিশ সদস্যকে এলোপাথাড়ি চড় থাপ্পড়,কিল ঘুষিসহ পিটুনি দিয়ে দ্রুত সরে পড়ে। পরে সেখানে গিয়ে আমরা জানতে পারি তারা ইয়াবা বিক্রেতা ছিল। এদের ধরতে এসে পুলিশের ওই দুই সদস্য তাদের হাতে পিটুনির শিকার হয়েছেন।


মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.ন.ম খায়রুল আনাম বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, চার পাঁচ যুবক হাসপাতালের মোড়ে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে এমন গোপণ সংবাদের ভিত্তিতে থানার সহকারি উপ-পরিদর্শক রাসেল রানা একজন কনস্টবল পুলক বিশ্বাসকে সাথে নিয়ে তাদের ধরতে যায়। এসময় ওই অজ্ঞাত চার পাঁচ যুবক কিছু বুঝে ওঠার আগেই পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। ওদের ধাক্কায় দু’জন সামান্য ব্যাথা পেয়েছেন। এ ঘটনায় পুলিশের কাজে বাঁধাদানের অভিযোগে থানায় মামলা দায়ের করেছে পুলিশের ওই কর্মকর্তা। পুলিশ অভিযান চালিয়ে দুপুরে কামরুল ইসলাম শুভ (২৭) নামে জড়িত এক ইয়াবা বিক্রেতাকে আটক করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত